ফের জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য আহ্বান জানাল রাজ্য সরকার । বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নবান্নে বৈঠকের ডাক দিয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ । চিঠিতে জানানো হয়েছে, নবান্নে ৪টে ৪৫-এর মধ্যে পৌঁছতে হবে জাক্তারদের । সর্বাধিক ১৫ জনের প্রতিনিধি দলই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন । মুখ্যমন্ত্রীও বৈঠকে থাকবেন বলে জানিয়েছেন মুখ্যসচিব । উল্লেখ্য, বুধবার রাতে নবান্ন থেকে বলা হয়েছিল শর্ত ছাড়া 'খোলা মনে' আলোচনায় বসতে হবে । কিন্তু আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন চার দফা দাবির শর্ত মানলে তবেই আলোচনায় বসবেন, নয়তো নয় । কিন্তু, বৃহস্পতিবার মুখ্যসচিবের চিঠিতে জুনিয়র ডাক্তারদের শর্ত সব মানা হল না । আগের অবস্থানেই কার্যত অনড় থাকল রাজ্য সরকার ।
জুনিয়র ডাক্তারদের প্রথম শর্ত ছিল ৩০ জনের প্রতিনিধিদল । কিন্তু, মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন ১৫ জনের বেশি অনুমতি দেবেন না । মুখ্যমন্ত্রীর সঙ্গে কারা দেখা করবেন, সব প্রতিনিধিদের নাম ইমেল মারফৎ জানাতে বলা হয়েছে । দ্বিতীয় শর্ত ছিল, মুখ্যমন্ত্রীকের বৈঠকে উপস্থিত থাকতে হবে । এই শর্ত মেনে নিয়েছে রাজ্য সরকার । মুখ্যসচিবের চিঠিতে মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন । এতদিন, রাজ্য সরকারের তরফে কোনও ইমেইলে মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করা হয়নি ।
জুনিয়র ডাক্তারদের চার শর্তের মধ্যে একটি ছিল, বৈঠকের লাইভ সম্প্রচার । যদিও এই শর্ত মেনে নেওয়া হয়নি । মুখ্যসচিব চিঠিতে জানিয়েছেন, বৈঠকের লাইভ সম্প্রচার সম্ভব নয় । তবে, স্বচ্ছতার জন্য ভিডিও রেকর্ডিং করা যেতে পারে । বৈঠকে যা যা আলোচনা হবে, তা নথিভুক্ত থাকবে।
মুখ্যসচিব চিঠিতে ফের সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনে করিয়ে দিয়েছেন । চিঠিতে মনোজ পন্থ লেখেন, 'রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সরকার আপনাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে যে নির্দেশ দিয়েছে, তা-ও মাথায় রাখতে হবে। আপনারা জানেন, আপনাদের প্রতিনিধিদের জন্য বৈঠক করতে চেয়ে মুখ্যমন্ত্রী গত দু’দিন ধরে নবান্নে অপেক্ষা করেছেন। আমরা আলোচনায় বসতে চাই।' চিঠিতে জুনিয়র ডাক্তারদের সাহায্য প্রার্থনা করেছেন মুখ্যসচিব ।