কালীপুজোতে ফের স্বশরীরে মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শহরের প্রতিটি কালীপুজোর উদ্বোধনে এবার মণ্ডপে গিয়ে উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের সমস্যার কারণে, এবার দুর্গাপুজোর উদ্বোধন বাড়ি থেকে ভার্চুয়ালে করেছিলেন তিনি। সোমবার নিজের কেন্দ্র ভবানীপুরে এক কর্মি সভায় যোগ দিয়ে তিনি জানান, এই বছর ১২০০ পুজোর উদ্বোধন করেছেন তিনি।
লক্ষ্মী পুজোর পরেই নবান্নে আসেন তিনি। প্রায় ৫০ দিন পর রাজ্য প্রশাসনের সদর দফতরে যোগ দেন তিনি। জানা গিয়েছে, বুধবার নবান্নে হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষ করেই কলকাতার বেশ কয়েকটি পুজো উদ্বোধনে যাবেন তিনি। রবিবার কালীপুজো। তার আগে মনে করা হচ্ছে বুধবার থেকেই আলো জ্বলে যাবে শহরে।
আরও পড়ুন : সালিশি আদালতের রায়ের পর সিঙ্গুর নিয়ে মুখ খুললেন মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী ?
সোমবার ভবানীপুরের অনুষ্ঠানে মমতা দাবি করেছিলেন, ভিড়ের নিরিখে এবার ব্রাজিলকেও ছাপিয়ে গিয়েছে পুজোর কার্নিভাল। আগামী বছর তাঁর ইচ্ছা রয়েছে, পৃথিবীর বাকি জায়গার সঙ্গে কলকাতার পুজোকেও মিলিয়ে দেওয়া হবে।