ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে দিকে উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার সকাল থেকেই তাঁর রওনা হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কারণ শক্রবার রাতেই মমতা আসতে পারেন, সেই ইঙ্গিত ঘটনাস্থলেই দিয়েছিলেন সাংসদ দোলা সেন। শুক্রবার রাতেই ঘটনাস্থল ঘুরে দেখে তৃণমূলের প্রতিনিধি দল।
শুক্রবার রাতেই বাহানাগা স্টেশনে গিয়ে হাজির হয়েছেন বাংলার রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মূলত বাংলার প্যাসেঞ্জার নিয়েই চেন্নাই যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্থ আপ করমণ্ডল এক্সপ্রেস। রাতেই ঘটনাস্থলে যান সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনাস্থলে যায় তৃণমূলের প্রতিনিধিরাও। ওই দলে ছিলেন রাজ্যেরমন্ত্রী মানস ভুঁইঞা এবং সাংসদ দোলা সেন।
দুর্ঘটনার খবর শোনার পরেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে খোলা হয়েছিল বিশেষ কন্ট্রোল রুম। সরকারি সূত্রে খবর, সারারাত কাজ করেছে নবান্নের কন্ট্রোলরুম। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যের হাত ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। রাতেই টুইট করে ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে এই ঘটনার জেরে শুক্রবারই দক্ষিণ ভারতের একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। রেল সূত্রে জানানো হয়েছে, আজ, শনিবারও বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে