মালদহের পর এবার পশ্চিম মেদিনীপুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ায় যাত্রায় যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনিতে পৌঁচ্ছবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। সূত্রের খবর, শনিবার মেদিনীপুর সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এগারা হয়ে তিনি সম্ভবত শালবনি যাবেন। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতির দাবি, শনিবার আসছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, আগেই ঠিক ছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকূল গ্রামে যাবেন তৃণমূল নেত্রী। কিন্তু তা দফায় দফায় বাতিল হয়েছে। কিন্তু এই শনিবার ওই গ্রামে তিনি যাবেন। দেখা করবেন দুর্গতদের সঙ্গে। ইতিমধ্যেই এই ঘটনায় ভানু বাগের স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে।
সূত্রের দাবি, ওই গ্রাম থেকেই তিনি শালবনি যাবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। একইমঞ্চে তাঁর বক্তব্য রাখার কথাও রয়েছে।