বুধবার দুপুরে দুই ছবি, কলকাতার দুই প্রান্তে। ধর্মতলার মঞ্চে বাংলার সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সভা করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় একই সময় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বাংলার বিধানসভার লনে প্রতিবাদে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগেই ঠিক ছিল, এদিন বিধানসভায় কালো পোশাক পরেই প্রতিবাদ জানাবেন তৃণমূল বিধায়করা। তাঁদের মধ্যমণি হলেন মমতা। একশো দিনের কাজ থেকে আবাস যোজনা। তৃণমূল বিধায়কদের প্ল্যাকার্ডে ধরা পড়ল প্রতিটি প্রতিবাদ। প্রতিবাদে যোগ দেওয়ার আগেই এদিন অবশ্য দুর্নীতি অস্ত্রে বিজেপিকেই টার্গেট করেছিলেন তিনি।
এদিকে, বাংলার বিধানসভায় এদিন বৃদ্ধি পেল বিধায়কদের বেতন। বুধবারের অধিবেশনের দ্বিতীয়ার্ধে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ হয়। ঘটনাচক্রে, এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভার কারণে বিধানসভায় ছিলেন না বিজেপির বিধায়করা। আলোচনায় অংশ নেন শুধুমাত্র তৃণমূল বিধায়করা।