কলকাতায় বিশ্বকাপ নিয়ে এবার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালে শহরের বেশ কিছু পুজোর উদ্বোধন করেন তিনি। দক্ষিণ কলকাতার অজেয় সংহতির মণ্ডপে হাজির ছিলেন আইপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য ও সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। তাঁর থেকেই কলকাতায় বিশ্বকাপ সম্পর্কে খোঁজ নিলেন মমতা।
মুখ্যমন্ত্রীর প্রশ্ন ছিল, এবার কটা ম্যাচ পেয়েছে কলকাতা ? তার জবাবে অভিষেক জানান, সেমিফাইনাল সহ মোট পাঁচটা ম্যাচ হবে কলকাতায়। তার মধ্যে ৫ নভেম্বর কলকাতায় হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। বিশ্বকাপের জন্য তাঁদের কতটা ব্যস্ত থাকতে হচ্ছে সেই ব্যাপারেও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানান পা ঠিক থাকলে অবশ্যই বিশ্বকাপের ম্যাচ দেখতে যাবেন।
আরও পড়ুন : চেতলার চক্ষুদান মুখ্যমন্ত্রীর, সঙ্গে একাধিক পুজোর উদ্বোধন
মুখ্যমন্ত্রী জানান, সোমবার কলকাতায় রোনাল্ডিনহো আসছে। তাঁর সঙ্গে দেখাও হবে। মমতা বলেন, “ও আমার কাছেও আসবে। আমাকে একটা জার্সি দিতে আসবে। আমি খেলাধূলা খুব ভালবাসি।”