জি-২০ বৈঠকের প্রস্তুতি মঞ্চে রাজ্যের দুয়ারে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অনুষ্ঠানে হাজির অতিথিদের বোঝালেন কেন বাংলা এই মুহূর্তে বিনিয়োগের অন্যতম গন্তব্য। সম্প্রতি ডিজিট্যাল ইন্ডিয়ার মধ্যেই বাংলার দুয়ারে সরকারকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের এই প্রকল্প বহু কোটি মানুষকে সাহায্য করেছে।
দেশের উত্তর-পূর্বের মূল দরজা এই কলকাতা। দেশের নানা প্রান্তের সঙ্গে এই শহরও এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য। রাজারহাটের অনুষ্ঠানে এই দিকও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এ রাজ্যে শিল্প থেকে পর্যটনের ব্যাপক সুযোগ রয়েছে। তাঁর মতে, “এই দেশ আমার দেশ, এটা আপনারও দেশ। গোটা বিশ্ব আমাদের মাতৃভূমি। একতাই আমাদের মূল মন্ত্র।”
রাজনীতি উন্নয়ন আটকে দেয়। তাই রাজনীতির উপরে উঠে তাঁর সরকার বিনিয়োগ ভাবনা ভাবতে পেরেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “জরুরি মানুষের উন্নয়ন করা।” ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিনদিন ধরে কলকাতায় জি-২০ সম্মেলন চলবে। কর্মসংস্থান, GDP বেড়েছে। এই দাবি করে মুখ্যমন্ত্রী জানান, “এমএসএমই ক্ষেত্রে আমাদের রাজ্য দেশে প্রথম। রাজ্যে ১২ লক্ষ কর্মসংস্থান হয়েছে। ৪ গুণ GDP বেড়েছে।”