দত্তপুকুরে বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে ক্ষোভ আগেই প্রকাশ করেছিলেন। এবার নিজের বাড়িতেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার তদন্তে গতি আনতে দু জনকেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, এই বৈঠকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ঘটনার খবর পাওয়া পরেই দোষীদের রেয়াত করা হবে না বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই তদন্ত শুরু করেছে সিআইডি।
আরও পড়ুন : বেআইনি বাজি রুখতে নবান্নে নির্দেশিকাই সার, দত্তপুকুরের কেরামতও জেল খাটা আসামি
ইতিমধ্যেই অবশ্য দত্তপুকুরের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছে বিরোধী বিজেপি ও আইএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই ব্যাপারে চিঠিও লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার রাতেই বারাসত হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এমনকী, দত্তপুকুরের ঘটনাস্থলও ঘুরে দেখেন তিনি। তিনি জানান, এটা নিছক দুর্ঘটনা নয়। পুলিশ পদক্ষেপ করবে।
এদিকে দত্তপুকুরের ঘটনায় মূল অভিযুক্ত কেরামত মৃত না জীবিত, তা নিয়ে চলছে ধোঁয়াসা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার সময় ওই বাড়িতেই ছিল কেরামত।
যদিও কারখানা মালিকের মৃত্যুর কথা এখনও স্বীকার করেনি পুলিশ। তবে তার ছেলে রবিউল যে মারা গিয়েছে তা নিশ্চিত। এগারার খাদিকুলের ঘটনায় জড়িত অভিযোগে এর আগে জেলে খেটেছে কেরামত। জামিনও পেয়েছিল।