পায়ের সমস্যা খানিকটা কাটিয়ে, ফের নবান্নে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের দাবি, প্রায় ৫০ দিন পর রাজ্য প্রশাসনের সদর দফতরে ফিরলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার কিছু পরে নবান্নে আসেন তিনি।
রাজনৈতিক মহলের খবর, রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দফতরের কাজের পাশাপাশি নভেম্বর মাসে রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তা নিয়ে আলোচনা করতেই এদিন নবান্নে এলেন তিনি। সেপ্টেম্বর মাসে বিদেশ সফরে যাওয়ার আগে শেষবার নবান্নে এসেছিলেন।
আরও পড়ুন : জ্যোতিপ্রিয় নিয়ে কি সিদ্ধান্ত নেবে তৃণমূল ? নজর সবার কালীঘাটে
বিদেশ সফর থেকে ফিরে পায়ে ব্যথা অনুভব করেন। সেইকারণে, তাঁকে বাড়তি বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। তাতে অবশ্য প্রশাসনের কাজ থেমে থাকেনি। কালীঘাট থেকেই নিজের কাজ করেছেন মুখ্যমন্ত্রী। পুজোর পর রেড রোডের কার্নিভালে তাঁকে প্রথমবার প্রকাশ্যে দেখা গিয়েছিল।