রেশন দুর্নীতির তদন্তে ইডির হানা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। তাঁর তীব্র বিরোধিতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এটা নোংরা খেলা চলছে। এ ভাবে মুখ বন্ধ করা যাবে না।
এদিন সাংবাদিক বৈঠকে মমতা দাবি করেন, জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য খারাপ। অনেক সুগার। উনি যদি মারা যান, তা হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে। মমতা আরও বলেন, ‘‘আমাদের সাংসদ ছিলেন সুলতান আহমেদ। তিনি মারা গিয়েছেন। তিনি সিবিআইয়ের থেকে চিঠি পেয়েছিলেন। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মারা গিয়েছেন। নাম বলানোর জন্য অত্যাচার চালানো হচ্ছে।’’
ইডির হানার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ ইতিহাস বদলে দিচ্ছে বিজেপি। এই আবহে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রবীন্দ্রনাথের জন্য হেরিটেজ হয়েছে শান্তিনিকেতন। আর আজ বিশ্বভারতী থেকে ওঁর নামই সরিয়ে দিয়েছে। পুজো বলে বিষয়টা হজম করে ছিলাম। শুক্রবার সকাল পর্যন্ত রবীন্দ্রনাথের নাম না ফেরালে সকাল থেকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে আন্দোলন করব আমরা।’’