আরজি কর কাণ্ড নিয়ে এখনও সুবিচার আসেনি। কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় টানা একমাস পথে নেমে চলেছে আন্দোলন। যোগ দিয়েছে আট থেকে আশি। সেই আবহেই সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "পুজোয় ফিরুন, উৎসবে ফিরে আসুন।" এই প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া নির্যাতিতার মায়ের।
নির্যাতিতার মা জানিয়েছেন, "দেশের মানুষ যদি ভাবেন, উৎসবে ফিরবেন, তা হলে ফিরবেন। কিন্তু সকলকে তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছেন। তাঁরা যদি ফিরতে পারেন, তা হলে ফিরবেন। আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হত। আমার মেয়ে নিজে করত। আমার বাড়িতে তো আর কোনও দিন দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে। আমি কী করে বলব, মানুষকে উৎসবে ফিরতে?"
এখানেই থামেননি তিনি। মৃত তরুণীর মা বলেন, "দিদি আমাদের নামে মিথ্যা কথা বলছেন। আমাদের মেয়ে চলে গেছে।, এখন আমরা মিথ্যা কথা বলব? উনি আমাদের মেয়েকে কি ফিরিয়ে দিতে পারবেন! আমাদের মেয়েটাকে যেমন গলা টিপে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে। এবার আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন। "
আরজি কর কাণ্ড নিয়ে রোজই কিছু না কিছু কর্মসূচি নিয়েছে রাজ্য। চিকিৎসকদের আন্দোলনে যোগ দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। বেশ কিছু নতুন সংগঠন আলাদা করে কর্মসূচি করে ব্যাপক সাড়া পেয়েছে। এই আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল তুলেছে রাজ্য। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'সাধারণ মানুষ উৎসবে ফিরে আসুন।'