রাসায়নিক গ্যাস লিক করে আতঙ্ক ছড়াল হেয়ার স্ট্রিট থানা(Hare Street Police Station) এলাকায়। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৪ জন। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হঠাৎই হেয়ার স্ট্রিট থানা(Chemical Gas Leaked in Kolkata) এলাকার একটি অফিস থেকে ঝাঁঝালো রাসায়নিক গ্যাস লিক করে। দ্রুত সেই গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। গন্ধের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন- Manik Bhattacharya: 'লন্ডনে বাড়ি বা দুটি পাসপোর্ট থাকলে ফাঁসি হোক', দাবি জানালেন মানিক ভট্টাচার্য
পুলিশের প্রাথমিক অনুমান, সোমবার ওই অফিসে পেস্ট কন্ট্রোলের কাজ করানো হয়। সেই পেস্ট কন্ট্রোলের গ্যাস থেকেই রাসায়ানিক গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার সকালে অফিস খোলার পর এই গন্ধ মারাত্মক আকার ধারণ করে বলেই অনুমান পুলিশের(Hare Street Police Station)।