কালীপুজো, ছট পুজোয় বাজি কতটা পরিবেশবান্ধব তা খতিয়ে দেখতে রাজ্যের পাশাপাশি কেন্দ্রের দুই সংস্থাকেও দায়িত্ব হাই কোর্টের। এমনকি কলকাতা ও রাজ্যের বাজারগুলিতে যাতে পরিবেশবান্ধব বাজি বিক্রি করা হয়, তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। দীপাবলীর এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে হাই কোর্টকে।
পরিবেশ দূষণ রুখতে প্রতিবছরই দীপাবলির আগে বাজি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় আদালতে। এই বছরও যথারীতি মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। মামলার রায়ে ডিভিশন বেঞ্চ পরিবেশবান্ধব বাজির বিক্রি ও ব্যবহারের উপর নজরদারি রাখার নির্দেশ দিয়েছে রাজ্য এবং কেন্দ্রের দুই এজেন্সি পেশো ও নিরিকে।
সুপ্রিম কোর্ট ও পরিবেশ আদালতের নির্দেশে সবুজ বাজি তৈরি ও বিক্রির বিষয়ে সহযোগিতা ও নজরদারি করতে পারে পেশো ও নিরি। আপাতত রাজ্যে সবুজ বাজি তৈরির পরিকাঠামো নেই। তাই বাইরে থেকে আমদানি করতে হবে।
আমদানির পর কলকাতার বাজারে এই বাজি বিক্রি এবং ব্যবহার হচ্ছে তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে। আদালতের এই নির্দেশ কার্যকর হল কি না পুজোর পর সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে পুলিশ কমিশনরকে। কোর্ট খোলার এক সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে।