রাজ্যের যুবসমাজকে নিজের বই আলোকবর্তিকা পড়ার জন্য পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দলীয় মুখপত্র জাগো বাংলার পুজো সংখ্যার উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, একটা বই আছে আলোকবর্তিকা। ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে তা লেখা। যখনই জীবনে সঙ্কট আসবে সেটা যদি পড়ে দেখেন তার থেকেই সঙ্কটের সুরাহা পাবেন।
নজরুল মঞ্চে এদিন ছিল জাগো বাংলার পুজো সংখ্যার উদ্বোধন। প্রথমে ঠিক ছিল এই অনুষ্ঠানে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চিকিৎসকদের পরামর্শে এবার কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালে পুজোর সংখ্যার উদ্বোধন করেন তিনি। এদিনই প্রকাশ করা হল মুখ্যমন্ত্রী গানের নতুন সিডি আলো দাও।
এদিনও জেলা ও শহরতলী সহ একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি। সবাইকে সতর্ক হয়ে পুজো কাটাতেও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।