শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) ধৃত প্রসন্ন রায়ের গাড়িভাড়া সংস্থার আরও এক কর্মীকে তলব সিবিআইয়ের (CBI)। জানা গিয়েছে ওই কর্মীর নাম রোহিত। তাঁকে বুধবার নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই (CBI)।
সিবিআই সূত্রে খবর, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার দফতরেও প্রসন্নের সংস্থার গাড়ি ব্যবহার করা হত। শান্তিপ্রসাদের ফোনে প্রসন্নের সংস্থার আরও এক কর্মী প্রদীপ সিংয়ের নম্বর পাওয়া হিয়েছে। ছোট্টু নামে সেভ করা আছে সেই নম্বর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে শান্তিপ্রসাদকে।
আরও পড়ুন: পর্ষদের কাছে ২০১১ সাল থেকে TET-এর সব নথি চেয়ে পাঠাল ইডি, খতিয়ে দেখা হবে নিয়োগ
প্রসঙ্গত দুর্নীতি কাণ্ডে গত ২৪ অগাস্ট গ্রেফতার করা হয় মিডলম্যান প্রদীপর সিংকে। অভিযোগ, এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতি চক্রে কাদের চাকরি দেওয়া হবে, সেই প্রার্থীদের খুঁজে আনতেন তিনি। এরপর বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন। তাঁকে জেরা করে সল্টলেকের জিডি ব্লকে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই গত শুক্রবার গ্রেফতার করা হয় প্রসন্নকে।
সোমবার সিবিআই-এর বিশেষ আদালতে পেশ করা হয় প্রসন্নকে। এর আগে প্রসন্নের বাড়ি থেকে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। সিবিআই আদালতে প্রসন্নের জামিনের বিরোধিতা করে জানিয়েছে, প্রদীপ সিংকে জেরা করার সময়, তিনি জানিয়েছেন বসের আদেশেই সব করেছেন তিনি। তদন্তকারীদের অনুমান, বস বলতে প্রসন্নকেই ইঙ্গিত করেছেন প্রদীপ। তাই প্রসন্নকে আরও জেরা করবে সিবিআই।