আরজি কর শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দেওয়া স্টেটাস রিপোর্ট দেখে বিচলতি হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, এই ঘটনার শিকড় রয়েছে অনেক গভীরে। তাই সিবিআইকে সময় দিতে হবে।
কিন্তু আরজি করের রহস্য উদঘাটনে সিবিআইয়ের তৎপরতা কিছু শেষ হচ্ছে না। এবার তাদের ভাবনা এই ঘটনায় গ্রেফতার অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষের নার্কো টেস্ট। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রে। কেন্দ্রীয় সংস্থা চায় গুজরাতে নিয়ে গিয়ে সন্দীপের নার্কো পরীক্ষা করাতে। এই ব্যাপারে শিয়ালদহ আদালতে আবেদন করতে চলেছে তারা।
আরজি করের ঘটনায় এর আগে ধৃত সঞ্জয় রায়ের নার্কো করাতে গিয়ে ধাক্কা খেতে হয়েছিল সিবিআইকে। সিবিআইয়ের একটি সূত্রে দাবি করা হয়েছিল, ব্যক্তিগত ভাবে নার্কো পরীক্ষায় সঞ্জয় রাজি থাকলেও, আদালত কক্ষে গিয়ে সে বেঁকে বসে। তার অসম্মতির জন্যই আদালত সিবিআইয়ের নার্কো পরীক্ষার আবেদন নাকচ করে দেওয়া হয়।
তবে এবার সন্দীপের জন্য আঁটঘাট বেঁধেই মাঠে নামতে চাইছেন সিবিআই কর্তারা। এবার প্রথম থেকেই সতর্ক সিবিআই। গত ১৫ সেপ্টেম্বর আরজি কর হাসাপাতালে চিকিৎসক খুনে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় সন্দীপকে। ইতিমধ্যেই তার পলিগ্রাফ পরীক্ষাও হয়েছে।
সিবিআই সূত্রে দাবি, দিল্লির কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব থেকে যে রিপোর্ট এসেছে, তাতে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে। এই কারণের সন্দীপের কিছু বক্তব্য খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাদের ধরনা, এই অপরাধের নেপথ্যে বড় ষড়যন্ত্র থাকতে পারে। আর এই কারণে সন্দীপের নার্কো করাতে চায় সিবিআই।