আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে এবার হাও়ড়ার সাঁকরাইলে গেল সিবিআই। রবিবার রাত ৮টা নাগাদ বাসুদেবপুর শিবতলার কাছে সুমন হাজরার বাড়িতে যায় সিবিআইয়ের সাত সদস্যের দল। প্রসঙ্গত, এদিন সকালে বাসুদেবপুরেই হাটগাছায় এক ব্যবসায়ী বিপ্লব সিংয়ের বাড়িতে তল্লাশি চালাতে যায় সিবিআই। সেখান থেকেই ব্যবসায়ী সুমন হাজরার নাম উঠে আসে।
আরজি করে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করছে সিবিআই। সেই তদন্তে রবিবার শহরের একাধিক জায়গায় হানা দেয় সিবিআই। রবিবার রাত আটটাতেও তল্লাশি চালাল সিবিআই। হাঁটুজল ভর্তি রাস্তা পেরিয়ে সাঁকরাইলে সুমন হাজরার বাড়িতে ঢোকে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ হয়ে যায় গোটা এলাকা।
সিবিআই সূত্রে খবর, সুমন হাজরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সন্দীপ ঘোষ। হাসপাতালে একাধিক জিনিসপত্র রিসাইকেল করে বিক্রি করার অভিযোগ সুমনের বিরুদ্ধে। সন্দীপ ঘোষ কোথাও কোনও অনুষ্ঠান করলে তার হোটেল বুকিং থেকে শুরু করে সব দেখভাল করতেন এই সুমন হাজরা।
রবিবার ভোরে সকাল পৌনে সাতটা নাগাদ আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছেছিল সিবিআই। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে সন্দীপের বাড়ি। দুপুরে ফের বাহিনীর পরিমাণ বাড়ানো হয়। আররও ৬ গোয়েন্দা তল্লাশি অভিযানে যোগ দেন। প্রায় ১৩ ঘণ্টা পরে সন্দীপের বাড়ি থেকে বেরোয় সিবিআই।