বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ। এর আগেও তাঁকে তলব করেছিল তদন্তকারী সংস্থা।
এদিকে এদিন সকালেই তৃণমূল কংগ্রেসের আরও এক কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে হানা দেয় CBI। তিনি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত। সকাল ৯টা থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে মোট দুটি CBI-এর দল তল্লাশিতে বের হয়। তারমধ্যে একটি দল বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে পৌঁছয় এবং অপর দলটি পৌছয় দেবরাজের বাড়িতে। যদিও গোয়েন্দারা যখন পৌঁছন তখন দেবরাজের পরিবার জানায় তিনি বাড়িতে নেই। যদিও এর কিছুক্ষণ পরেই দেবরাজের গাড়ি পৌঁছয় তাঁর বাড়িতে।