প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এজেন্সি সূত্রে জানা গিয়েছে,প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বাপ্পাদিত্যর পাটুলির বাড়িতে পৌঁছয় তদন্তকারী সংস্থার একটি দল। তাঁরা মোট দুটি গাড়ি করে সেখানে পৌঁছন। গোয়ান্দা আধিকারিকদের সঙ্গে একাধিক নিরাপত্তারক্ষীও রয়েছেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বাপ্পাদিত্যর বাড়ির সামনে পৌঁছন কয়েকজন CBI আধিকারিক। তাঁরা বাড়িতে কড়া নাড়েন। এবং সেসময় বাপ্পাদিত্য নিজেই দরজা খুলে দেন। তারপরেই নিজেদের পরিচয় দিয়ে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা।
কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। পাশাপাশি তিনি পুরসভায় তৃণণূলের মুখ্য সচেতক পদেও রয়েছেন। দীর্ঘদিন ধরেই পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর হিসেবে পরিচিত তিনি।