অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কেমন আছেন! জানতে চেয়ে এসএসকেএমে এলেন সিবিআইয়ের আধিকারিক (CBI Officer)। ১০ মিনিট হাসপাতালে ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওই আধিকারিক। চিকিৎসদের সঙ্গে কথা বলেন। অনুব্রতের শারীরিক অবস্থার খবরও নেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আপাতত হাসপাতালেই থাকবেন অনুব্রত মণ্ডল।
বৃহস্পতিবার সকালে একাধিক পরীক্ষা করানো হয়েছে অনুব্রত মণ্ডলের। এছাড়াও বেশ কিছু রক্ত পরীক্ষা (Blood Test) করা হয়েছে তাঁর। এদিন দুপুরে অনুব্রতর মেডিকেল বোর্ডের সদস্যরা (Medical Board Members) বৈঠক করেন। বুধবারের রিপোর্ট পর্যালোচনা করা হয়। বৃহস্পতিবার বিকেলে আরও কিছু পরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। অক্সিজেনের মাত্রা ঠিক আছে। হৃদযন্ত্রেও কোনও সমস্যা নেই। বৃহস্পতিবার তার বাড়ি থেকে পোশাক পাঠানো হয়েছে।
এদিকে অনুব্রত মণ্ডল হাজির না হওয়ায় দিল্লির সদর দফতরে চিঠি পাঠিয়েছে সিবিআই। এরপর তাদের কী করণীয়, তা জানতে চেয়েছেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত মণ্ডলের আইনজীবীরা সিবিআই দফতরে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে চিঠি দিয়ে এসেছেন। রাতে তা নিয়ে বৈঠকও হয়। দিল্লি অফিসের নির্দেশের জন্য এখন অপেক্ষা করছেন আধিকারিকরা।
আরও পড়ুন: নবম-দশম শিক্ষক নিয়োগে 'স্বচ্ছতার অভাব' জানাল হাইকোর্ট, সিবিআই তদন্তের নির্দেশ
বুধবার সকালে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য বীরভূম থেকে কলকাতার উদ্দেশে আসেন অনুব্রত মণ্ডল। কিন্তু শেষ মুহূর্তে নিজাম প্যালেসের উদ্দেশে গাড়ি না গিয়ে তা যায় এসএসকেএম হাসপাতালে। তাঁর কালো XUV গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন অনুব্রত। তারপর তাঁকে রীতিমতো পাঁজাকোলা করে উডবার্ন ওয়ার্ডে ঢোকানো হয়। চিকিৎসকদের কাছে অনুব্রত মণ্ডল জানান, তাঁকে সাড়ে ১২ নম্বর কেবিনেই থাকতে দিতে হবে। যদি তা না সম্ভব হয়, তাঁকে যেন আইসিইউতে রাখা হয়। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার জন্য বুধবারই তৈরি করা হয়েছে মেডিক্যাল টিম। মেডিক্যাল টিমে রয়েছেন ইএনটি, কার্ডিওলজি চিকিৎসক।
এর আগেও শারীরিক অসুস্থতার জন্য সিবিআই দফতরের হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। তবে বুধবার অনুব্রতের শেষ মুহূর্তের পরিকল্পনায় রীতিমতো নাজেহাল সিবিআই আধিকারিকরা। সারা দিন দফতরে অপেক্ষা করার পরেও আসেননি বীরভূমের জেলা সভাপতি। রাতে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা নিজাম প্যালেসে যান। অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার জন্য আসতে পারবেন না, এই সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয় সিবিআইকে।