নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি যায় সিবিআই। সওয়া পাঁচ ঘণ্টা পর তাঁর বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। বাড়ি থেকে বেরোনোর পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাপ্পাদিত্য। তিনি জানিয়েছেন, দুটি ব্যাঙ্কের স্টেটমেন্ট, একটি মোবাইল ফোন ও কয়েকজনের বায়োডেটা নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা।
পাটুলি, বৈষ্ণবঘাটা অঞ্চলে বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি। তিনি জানান, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা তাঁর আয়কর রিটার্ন দেখতে চেয়েছিলেন। তবে তা নিয়ে যাননি তাঁরা। মোবাইল ছাড়া আর কোনও ডিভাইসও নেওয়া হয়নি বলে দাবি তাঁর।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে জেলবন্দি তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাপ্পাদিত্য। তিনি জানিয়েছেন, পার্থ সংক্রান্ত ব্যক্তিগত প্রশ্নও করেছেন। পার্থের সঙ্গে পরিচয় কীভাবে, এসবও জানতে চেয়েছেন। বাপ্পাদিত্য জানিয়েছেন, আধিকারিকদের শরীরী ভাষায় মনে হয়েছে, তাঁর সহযোগিতায় সন্তুষ্ট। কলকাতা পুরসভায় বেশকিছু চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। তাঁদের বায়োডেটা নিয়ে গিয়েছেন বলে দাবি বাপ্পাদিত্যের।