আরজি কর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ-খুন। ধৃত সঞ্জয় রায়ের ফের জেল হেফাজতের নির্দেশ। শুক্রবারও তাঁর জামিনের আর্জি খারিজ করল আদালত। আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফের ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।
আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ হয় শিয়ালদহ কোর্ট। সিবিআইয়ের তদন্তকারী অফিসার ও আইনজীবী না আসায় ক্ষুব্ধ বিচারক। তিনি শুনানিতে জানান, বিকেল সাড়ে ৪টে থেকে শুনানি শুরু হয়। কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে আসেননি তদন্তকারী অফিসাররা। এরপরই বিচারক জানান, "তাহলে কি সঞ্জয় রায়কে জামিন দিয়ে দেব!" মামলার গুরুত্ব না বোঝা নিয়েও কটাক্ষ করেন বিচারক। এরপরই ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের জামিনের আবেদন খারিজ করেন বিচারক।
এদিকে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের আদালতে পেশে সিবিআইয়ের গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, "আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের আদালতে পেশ ছিল। সিবিআইয়ের চরম গাফিলতি দেখা গেল। দেখা গেল সিবিআইয়ের আইনজীবী ও তদন্তকারী অফিসার নেই। এই ঘটনায় বিরক্ত ও ক্ষুব্ধ বিচারক। শেষে তাঁকে বলতে হল, তা হলে আর ১০ মিনিট দেখব। তারা চাইছিলেন আরও সময়, আরও দেরী। এই সঞ্জয় রায় আরজি করের একমাত্র গ্রেফতার। যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।"