Anubrata Mondal: গরুর সঙ্গে পাথর পাচারের যোগসূত্র, জেলে কেষ্ট-সাক্ষাতে আসা পরিজনদের দিকে নজর সিবিআইয়ের

Updated : Sep 06, 2022 10:41
|
Editorji News Desk

সংশোধনাগারে নিয়মমাফিক পরিজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই বেশকিছু পরিচিত তার সঙ্গে দেখা করেছেন। তবে তাঁদের মধ্যে কেউ সিবিআইয়ের তালিকাভুক্ত কি না, তা নজরে রয়েছে গোয়েন্দাদের। জানা গিয়েছে, সিবিআই তালিকায় নাম থাকা এক বিধায়কের গাড়িকে বেশ কিছুদিন নাকি জেলের আশেপাশে দেখা গিয়েছে। 

আসানসোল বিশেষ সংশোধনাগার সূত্রের খবর, গত বুধবার সন্ধ্যায় অনুব্রতকে সেখানে আনা হয়। শুক্রবার থেকে সাক্ষাৎ-প্রার্থীরা আসছেন। জেলের নিয়ম অনুযায়ী, বন্দিদের সঙ্গে দেখা করার জন্য আগে আবেদন জানাতে হয়। দেখা করার সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা। বন্দির সঙ্গে জনা দুয়েককে দেখা করতে দেওয়া হয়। সে সব নিয়ম মেনেই অনুব্রত ওরফে কেষ্টর সঙ্গে তাঁর পরিচিতেরা দেখা করছেন বলে জেল সূত্রের দাবি। 

আরও পড়ুন- Anubrata Mondal: অনুব্রত কাণ্ডে গ্রেফতার আইনজীবীর বাড়িতে তল্লাশি পুলিশের, সুদীপ্তকে আজ তোলা হবে কোর্টে

জেল সূত্রে খবর, অন্য বন্দিদের পরিজনের ভিড় কিছুটা হালকা হলে, দুপুরের দিকে কেষ্টর সঙ্গে লোকজন দেখা করতে আসছেন। শুক্রবার থেকে পরপর তিন দিন একটি বিলাসবহুল গাড়িতে কয়েকজনকে আসতে দেখা গিয়েছে। গাড়িটি বীরভূমের এক বিধায়কের বলে সিবিআই সূত্রের দাবি। ওই বিধায়ক নিজেও অনুব্রতের সঙ্গে দেখা করেছেন বলেও খবর। তদন্তকারীদের একাংশের দাবি, পাথর পাচারের সঙ্গে গরু পাচারের কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে। এই জোড়া কারবারের সঙ্গে ওই বিধায়কের যোগাযোগের কিছু তথ্যও হাতে এসেছে। তাই অনুব্রতের সঙ্গে তিনি বা তাঁর অনুগামীরা ঘনঘন দেখা করছেন কি না, সে দিকে নজর রাখা হচ্ছে। 

CBIcow smugglingAsansol JailAnubrata Mandal

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট