তৃণমূল কংগ্রেস বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন CBI গোয়েন্দারা। যদিও তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেবিষয়ে জানা যায়নি। এবিষয়ে প্রশ্ন করা হলে দেবরাজ জানিয়েছেন, তল্লাশি শেষ হওয়ার পরেই এবিষয়ে মুখ খুলবেন তিনি। তবে সূত্রের খবর, কাউন্সিলরের অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ১০ নাগাদ বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। সেসময় বাড়িতে না থাকলেও গোয়েন্দা পৌঁছনোর খবর পেয়েই বাড়ি ফেরেন দেবরাজ। সূত্রের মারফত জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।