এবার রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় সিবিআই হানা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্ত করতে এই হানা দেওয়া হয়েছে। দিন কয়েক আগেই এই ব্যাপারে রাজ্যের দুটি দফতরকে বিস্তারিত জানাতে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। ওই দুটি দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। আদালতের নির্দেশে এই অনিয়মের তদন্ত করছে সিবিআই। সূত্রের খবর সকাল থেকে ২৫টি দলে ভাগ হয়ে উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি পুরসভায় হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা।
মূলত গ্রেফতার প্রমোটার অয়ন শীলকে জেরা করেই রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ দু্র্নীতির খবর পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আদালতের নির্দেশ এই মামলার তদন্ত শুরু করেছিল। এদিন সকালে পানিহাটি, দমদম-সহ কলকাতা সংলগ্ন একাধিক পুরসভায় হানা দেন সিবিআই আধিকারিকরা। তল্লাশি চালানো হয় সল্টলেক পুরসভাতেও।
সকাল ১১টা নাগাদ টিটাগড় পুরসভায় আসেন সিবিআই-এর একদল আধিকারিক। সঙ্গে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। কীভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, কার মাধ্যমে হয়েছে, কোথায় নিয়োগ হয়েছে, কারা এর সঙ্গে জড়িত তাই খতিয়ে দেখতেই এই তল্লাশি বলে সূত্রের খবর।