RG কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল CBI তদন্তে। CBI সূত্রে দাবি করা হয়েছে, হাসপাতালে বসত নাইট পার্টি। ওই সূত্রের খবর তমনই একটি পার্টির ভিডিয়ো ছিল মৃত চিকিৎসকের ফোনে। তার জেরেই তিনি খুন হয়েছেন কিনা সেটাই তদন্ত করে দেখছে CBI। CBI-এর ওই সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করে বাংলা সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা।
CBI সূত্রে দাবি, RG কর হাসপাতালের অপারেশন থিয়েটারের ভিতরে নাকি চলত পার্টি। মদ, মাংসের দেদার আয়োজন থাকত সেখানে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সুন্দরী ইন্টার্নদেরও নাকি ডেকে পাঠানো হত ওই পার্টিতে।
CBI সূত্রের খবর, তাঁদের হাতে আসা একটি ভিডিয়ো খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে এই ভিডিয়ো শ্যুট করেছিলেন নাকি নির্যাতিতা। ওই ভিডিয়ো ডিলিট করার জন্যই নাকি তাঁকে চাপও দেওয়া হয়েছিল। কারণ ওই ভিডিয়ো বাইরে আসলে RGকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর সঙ্গীরা চাপে পড়তে পারতেন।
RG কর কাণ্ডের তদন্তে CBI দাবি করেছে, গত ৯ তারিখের ঘটনায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ডেটা এন্ট্রি অপারেটরকে ডেকে পাঠিয়েছিলেন সন্দীপ ঘোষ। যিনি নাকি মোবাইল সফ্টওয়ার এক্সপার্ট বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।