গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সিবিআইয়ের। সিবিআইয়ের তালিকায় এবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের নাম। এর আগে গত সেপ্টেম্বরে চার্জশিট জমা দেয় সিবিআই।
সাপ্লিমেন্টারি চার্জশিটে নতুন করে ৯ জনের নামে চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেই তালিকায় আছেন বাগদার সৎ রঞ্জন চন্দন মন্ডল, পর্না বসু, পুনিত কুমার, নীলাদ্রি দাস, প্রসন্ন কুমার রায়, প্রদীপ সিং ও সন্তু দাস।
গত ৩০ সেপ্টেম্বর শেষবার চার্জশিট জমা দেয় সিবিআই। সেই তালিকায় ১৬ জনের নাম ছিল। ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহার। মূল চার্জশিটে নাম ছিল পার্থ চট্টোপাধ্যায়েরও।
নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতিতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে সিবিআই। পরে গ্রুপ সি দুর্নীতিতে ফের তাঁর নামে মামলা দায়ের করে হেফাজতে নেওয়া হয়। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ।
গ্রুপ সি মামলায় আদালতের নির্দেশে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন ৮৪২ জন। ওএমআর শিট বিকৃতি নিয়ে ইতিমধ্যেই ভর্ৎসনা করে আদালত। আদালতের নির্দেশে ওএমআর শিট প্রকাশ করে কমিশন।