সোমবার সকাল থেকেই তৎপর ইডি ও সিবিআই (ED and CBI)। রানিকুঠিতে আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার আশিস ঝুনঝুনওয়ালার (Ashish Jhunjhunwala) বাড়িতে যায় সিবিআইয়ের একটি দল। এদিকে সোদপুরের রাজেন্দ্র পল্লি এলাকায় একটি বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। কী কারণে ইডির এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখেই এই দুই জায়গায় সোমবার সকালে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোদপুরে সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। দুই ব্যাঙ্কের কর্মীকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তবে কে এই সুব্রত মালাকার, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে ইউনিয়ন ব্যাঙ্কে আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার আশিস ঝুনঝুনওয়ালার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: সাইরাসের প্রয়াণে শোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রসঙ্গত, গত ২ দিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় ফের চিটফান্ড কাণ্ডে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার চিটফান্ড মামলায় হালিশহরের পুরপ্রধান ও তৃণমূল নেতা রাজু সাহানির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।