জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আরজি কর-কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে তাঁকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। এবার তাঁর বিরুদ্ধে মামলার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে আদালত। শুক্রবার এই নির্দেশ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতির বিভাস পট্টনায়েকের ভিডিশন বেঞ্চ। বিনীতের বিরুদ্ধে অভিযোগ, আরজি করের ঘটনায় নির্যাতিতার নাম নিয়েছিলেন তিনি।
সম্প্রতি সুপ্রিম কোর্টে আরজি কর শুনানিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর করার দাবি তোলেন আইনজীবী মহেশ জেঠমালানি। কিন্তু সেই শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ জানান, বিনীতের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নয়, শুনানি করবে কলকাতা হাই কোর্ট। সেই মতো আইনজীবী অনামিকা পাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তবে এই মামলায় দ্রুত শুনানির দাবি এদিন উড়িয়ে দিয়েছে আদালত। কলকাতা হাই কোর্ট জানিয়েছে, এই মামলার শুনানি হবে সোমবার। এর আগে, আরজি করের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেন জুনিয়র ডাক্তাররা।
সম্প্রতি লালবাজার গিয়ে পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। লালবাজার বৈঠক শেষে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, আরজি করের তদন্তে যা হয়েছে, তাতে নিজের কাজে খুশি ছিলেন বিনীত গোয়েল। যদিও তাঁদের সংযোজন ছিল, এরপরেও বিনীত গোয়েল তাঁদের কাছে জানান, যদি তাঁর শীর্ষ কর্তারা মনে করেন, তাহলে তিনি পদ ছেড়ে দিতে রাজি।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও এই কথা জানান জুনিয়র ডাক্তাররা। পরে প্রকাশ্যে তা স্বীকারও করেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে রাজ্যে পুলিশের এসটিএফের প্রধান পদে পাঠানো হয়েছে।