Calcutta University : যাদবপুরের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়, পড়ুয়াকে ব়্যাগিংয়ের অভিযোগ

Updated : Aug 19, 2023 23:01
|
Editorji News Desk

যাদবপুরের (Jadavpur University) পর কলকাতা । আবারও ব়্যাগিংয়ের অভিযোগ । এক ছাত্রকে ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে । তবে, ঘটনা সাম্প্রতিক নয় । যাদবপুরের আবহে সামনে এসেছে এখন ।

ওই পড়ুয়ার অভিযোগ, পুলিশে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এসএফআই উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের শাস্তি চেয়েছে ।

আরও পড়ুন, JU student death: হস্টেলে অশান্তির খবর জানতেন না, সুপারের দিকে আঙুল তুলে অভিযোগ ডিন অফ স্টুডেন্টেসের
 
 কীভাবে ব়্যাগিংয়ের শিকার হতেন ওই পড়ুয়া ?

ওই পড়ুয়ার অভিযোগ, ২০১৯ সালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি র‌্যাগিংয়ের শিকার হন । তারপর করোনা পর্বে দুই বছর বাড়ি ছিলেন । বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার পরেও নানাভাবে অত্যাচার করা হয় তাঁকে । তাঁর অভিযোগ, ইন্ট্রোর নামে সিনিয়ররা তাঁকে দিয়ে মদ আনাতেন এবং মদের গ্লাস ধোয়াতেন । তাঁকে মদ খাওয়ার জন্যও বলা হত বলে অভিযোগ । শুধু তাই নয়, রাতে তাঁর দরজায় তালা দিয়ে দেওয়া, ঘরে প্রস্রাব করে রাখার মতো ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ । তাঁর ঘরে বোমা ছোড়ার মতোও ঘটনা ঘটেছে বলে খবর ।

বিষয়টি নিয়ে সরব হয়েছে এসএফআই । টিএমসিপি-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে । শুধু ওই হস্টেল নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্য হস্টেলেও আগে টিএমসিপি এমন কাণ্ড করেছে বলেছে অভিযোগ । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি । ওই পড়ুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে তারা । গোটা বিষয় খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

Calcutta University

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট