২ সপ্তাহের মধ্যে আদালতে সম্পত্তির হিসেব দিতে হবে। টেট মামলায় তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার দুপুরে হাই কোর্টে হাজিরা দেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।
এদিন হাই কোর্টে বিচারপতি জানান, "আপনি যেহেতু বিধানসভার সদস্য, তাই কাঠগড়ায় তুলছি না।" এরপর বিধায়কের জন্মতারিখ, পরিচয় ইত্যাদি জানার পর আদালত নির্দেশ দেন, আগামী ২ সপ্তাহের মধ্যে তাঁর সম্পত্তি সংক্রান্ত সব তথ্য হলফনামা দিয়ে জানাতে হবে। স্ত্রী, পুত্র ও বউমার নামে কত সম্পত্তি আছে, সেই তথ্যও দিতে হবে। হলফনামা জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুলাই।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
এদিন আদালত জানায়, ভবিষ্যতে আরও কোনও সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবেন না মানিক ভট্টাচার্য। হলফনামায় দেওয়া সব তথ্যই সঠিক বলে মনে করা হবে। সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেয় হাই কোর্ট। তাঁর বদলে দায়িত্ব সামলাবেন পর্ষদের সামলাবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি।