১১ ডিসেম্বর রাজ্যে আট বছর পর টেটে নেওয়ার কথা জানিয়েছে স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার আগে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য ফের একবার সুখবর হতে চলেছে। কারণ, সোমবার এক রায়ে রাজ্য়ের বিভিন্ন জেলায় প্রায় চার হাজার শূন্য়পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। ১১ নভেম্বরের আগে এই নিয়োগ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।
২০১৪ সালের টেট নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। যার সবকটি রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এরমধ্যে ২০১৬ এবং ২০২০ সালে দু বার প্রাথমিকে নিয়োগ সংগঠিত হয়েছিল। দু দফায় সবমিলিয়ে ৫৮ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল। তারপরেও অভিযোগ ছিল, এখনও প্রায় চার হাজার শূন্য় পদ আছে। সম্প্রতি সিবিআই জেরায় তার হদিশও পাওয়া যায়। সেই শূন্য়পদ ভরাট করতে এদিন নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।
এর আগে এদিন এক অন্য মামলায় আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। পুজোর আগেই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, ইতিমধ্যে তারা ১৮৫ জনকে নিয়োগ করেছে।