ফের ধাক্কা আদালতে। এবার রাজ্যের বিজেপি (BJP) নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি জানান, এভাবে কোনও কর্মসূচি একতরফা ভাবে ঘোষণা করা যায় না। এই ব্যাপারে রাজ্য এবং পুলিশকেও পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অগস্ট মাসের পাঁচ তারিখ রাজ্যে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছিলেন তিনি। ওই মঞ্চেই অভিষেকের এই কর্মসূচিকে সমর্থন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পুরো কর্মসূচি অহিংস ভাবে পালনের নির্দেশ দিয়েছিলেন অভিষেক।
আরও পড়ুন : গান্ধিজয়ন্তীতে দিল্লি চলোর ডাক, ধর্মতলা থেকে ঘোষণা অভিষেকের
তৃণমূল সাংসদের এই কর্মসূচির বিরুদ্ধে আদালতে গিয়েছিল বিজেপি। তার শুনানিতেই এদিন স্থগিতাদেশের নির্দেশ কলকাতা হাই কোর্টের। রাজ্যের আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়, এই ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এবং পুলিশ। সূত্রের খবর, এব্যাপারে রাজ্যের উত্তরে সন্তুষ্ঠ হতে পারেনি আদালতকে।