কলকাতা হাই কোর্টে জামিন পেলেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। গ্রেফতারের পাঁচ দিনের মাথায় কলতানকে জামিন দিল আদালত। গত শুক্রবার আরজি করের ঘটনায় ভাইরাল অডিও ক্লিপের ভিত্তিতে কলতানকে গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ। গত শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল টালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে। এদিন কলকাতা হাই কোর্ট বাম যুবনেতার জামিনের আবেদন মঞ্জুর করেছে।
আরজি কর আন্দোলনে থাকা জুনিয়র ডাক্তারদের উপর হামলা হতে পারে। এই বিক্ষোরক দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের দাবি স্বপক্ষে একটি অডিও ক্লিপ ভাইরাল করেছিলেন তিনি। যার সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেছিল পুলিশ। আর তার ভিত্তিতেই গত শুক্রবার দক্ষিণ কলকাতার হালতু এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব দাশ নামের এক ব্যক্তিকে।
বিধাননগর পুলিশ দাবি করেছিল, জেরায় সঞ্জীব জানিয়েছিলেন এই ক্লিপে দ্বিতীয় ব্যক্তি কলতান। গত শুক্রবার লালবাজার অভিযানে ব্যস্ত ছিলেন বাম নেতারা। পরেরদিন সকালে টালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল বাম যুবনেতাকে। তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত।
এদিন কলকাতা হাই কোর্টের শুনানিতে কোন যুক্তিতে কলতানকে গ্রেফতার করা হয়েছে, তা রাজ্যের থেকে জানতে চান বিচারপতি। এদিন ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে কলতানকে। আদালতের অনুমতি ছাড়া তাঁকে গ্রেফতার করা যাবে না। ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।