ফের মানিক ভট্টাচার্যকে জরিমানা কলকাতা হাইকোর্টের(Calcutta Highcourt on TET Scam)। প্রাক্তন পর্ষদ সভাপতিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলেই খবর। ২০১৭ সালের এক মামলায় তাঁকে এই জরিমানার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Ganguly)। জরিমানার ওই অর্থ আগামী দু’সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
জানা গিয়েছে, সাহিলা পারভিন নামক ২০১৭ সালের এক টেট(TET Scam) পরীক্ষার্থী হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, তথ্যের অধিকার আইন নিজের ওএমআর শিট(OMR Sheet Scam) চেয়ে আবেদন জানান তিনি। তার জন্য নির্ধারিত টাকাও দেন ওই টেট পরিক্ষার্থী। কিন্তু সহিলার অভিযোগ, তাঁকে যথাযথ ওএমআর শিট দেওয়া হয়নি। এরপরেই তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বর্তমানে জেলবন্দি মানিক ভট্টাচার্যকে(TMC MLA Manik Bhattacharya) জরিমানা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- Cristiano Ronaldo: পিছু ছাড়ছে না বিতর্ক, নির্বাসনের মুখে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো