প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় যারা অবৈধ উপায়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, তাদের তালিকা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাই কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইকে আগামী ২৯ অগাস্টের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় চাকরি পেয়েছেন ৪২,৯৪৯ জন শিক্ষক। এদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষকের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। আগে এই মামলায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে মামলার এজলাস বদল হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন বিচারপতি সিনহা। পরে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়, নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে ওই শিক্ষকদের।