প্রাথমিকে আরও ৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল। বৃহস্পতিবার এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া হবে তাঁদের বেতনও। ফলে এখনও পর্যন্ত মোট ২৫৫ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে বলেই খবর।
বুধবারই একলপ্তে ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত। টেটে অনিয়মের জন্য চাকরি খোয়ানো ১৪৬ জনের শিক্ষকের আবেদনের শুনানি ছিল হাইকোর্টে। এদিন বিচারপতি সমস্ত নথি খতিয়ে দেখার পর ১৪৩ জনেরই চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখেন।
এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৬৮ জনকে জমা দিতে বলা হয়েছিল হলফনামা। এরপর হলফনামা খতিয়ে দেখেই চাকরি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে কলকাতা হাইকোর্ট। ২