মেনকা গম্ভীরের (Menoka Gambhir) করা মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার কাছে আর কোনও রক্ষাকবচ থাকল না। মেনকার বিরুদ্ধে ইডির পরবর্তী পদক্ষেপেও আর কোনও বাধাও থাকল না।
গরুপাচার মামলায় এর আগে তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল ইডি। আবেদনে কোনও সাড়া না দিলেও পরিস্থিতি মোতাবেক মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রায় দেয় উচ্চ আদালত। সেই রায় অনুযায়ী, শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ মেনকার মামলাটি খারিজ করে দেয়।
আরও পড়ুন: এবার খড়দহে 'টাকার পাহাড়', অধ্যাপকের ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৩২ লক্ষ টাকা
গতবছর গরুপাচার মামলায় মেনকাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি তলব করে ইডি। কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের শ্যালিকা। মেনকাকে গ্রেফতার করা যাবে না, ও দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে হবে। ইডিকে নির্দেশ দিয়ে জানান বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।