প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির গোয়েন্দারা। এছাড়াও পর্ষদের ডেপুটি সচিব পার্থ কর্মকারকেও হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বুধবার। সেখানেই এই নির্দেশ দেন বিচারপতি। তাঁদের দুজনকেই বুধবার সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে পৌঁছে যেতে বলা হয়েছে। তদন্ত সহযোগিতা না করলে পর্ষদ সভাপতিকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।
Read More- পুজোর আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ৪ শতাংশ DA বৃদ্ধি কেন্দ্রের
প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যে একটি রিপোর্ট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। সেই রিপোর্টের ভিত্তিতে বেশ কয়েকটি বিষয় জানা প্রয়োজন বলে মনে করছে আদালত। সেকারণে গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারপতি।