রাজ্যে ফের একটা নির্বাচন। বিধানসভার উপ-নির্বাচনে বুধবার ভোট নেওয়া হবে চারটি কেন্দ্রে। ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট নেওয়া হবে উত্তর ২৪ পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কলকাতার মানিকতলা এবং নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে। রাজনৈতিক মহলের মতে, এই চারটি কেন্দ্রের মধ্যে ফোকাসে মানিকতলা।
ভোটের আগের দিনেই তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রকাশ করা একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে সরগরম মানিকতলা। প্রায় আড়াই বছর পর ভোট হতে চলেছে এই কেন্দ্রে। তার আগে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। সেই অভিযোগ খারিজ করেছেন কল্যাণও।
মানিকতলা ছাড়া এই উপ-ভোটে সবাই তাকিয়ে উত্তর ২৪ পরগনার বাগদার দিকে। এখানে তৃণমূলের প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। এই ভোটে তাঁকে প্রার্থী করে চমক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভোটের পর শনিবার ঘোষণা করা হবে এই চার-কেন্দ্রের ফল।