রাতের শহরে আবারও বাস দুর্ঘটনা। উল্টে গেল দক্ষিণশ্বেরগামী একটি বাস (Tala Bridge Bus Accident)। আহত হলেন বেশ কিছু যাত্রী৷ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অভিযোগ, দু'টি বাসের রেষারেষির জেরেই এই ঘটনা৷ পুলিশ তদন্ত শুরু করেছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
মঙ্গলবার রাত ১০ টা ৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে পাইকপাড়া এলাকায়। গড়িয়া থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল বাসটি। স্থানীয়দের অভিযোগ, দু'টি বাস রেষারেষি করছিল৷ একটি বাসের গতি বেশি ছিল। টালা ব্রিজ থেকে নামার সময় সেটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায়। এই ঘটনায় বিটি রোডের উপর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। চিৎপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
UP Road accident: স্কুলবাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গজিয়াবাদে মৃত ৬
পুলিশ,জানিয়েছে, আহত হয়েছেন বেশ কিছু যাত্রী৷ চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেন এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।