বালিশ চাপা দিয়ে দাদাকে খুনের অভিযোগ (Brother Killed) ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী (Bansdroni) এলাকায়। খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। কিন্তু কী কারণে এই খুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দেবাশিস চক্রবর্তী। বয়স ৪৮। তিনি বাঁশদ্রোণী থানা এলাকার নিরঞ্জনপল্লীর বাসিন্দা। ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে আচমকা থানায় এসে দাদাকে খুন করার কথা জানায় দেবাশিসবাবুর ভাই। অভিযুক্তের দাবি, বালিশ চাপা দিয়ে দাদাকে খুন করেছে সে। তার কথা শুনে হতভম্ব হয়ে যান পুলিশ আধিকারিকরা। অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
খুনের কারণ ঠিক কী, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দুই ভাইয়ের মধ্যে বচসা হয়েছিল। অভিযুক্ত যুবক সম্পূর্ণ সুস্থ নন বলেও দাবি স্থানীয়দের। অভিযুক্তের দাবি, তার দাদা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মায়ের মৃত্যুর পর তাঁদের পক্ষে সংসার চালিয়ে দাদার চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। তা সত্ত্বেও চেষ্টা করা হচ্ছিল। এলাকার একটি ওষুধের দোকান থেকে ওষুধ নিত ওই অভিযুক্ত। তাঁর দাবি, দাদার কষ্ট সহ্য করতে পারছিল না। তাই খুন করেছে সে।