রাজ্যপাল জগদীশ ধনখড়ের (Jagdeep Dhankhar) মন্তব্য নিয়ে তোপ দাগলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মুখ্যমন্ত্রীকে আচার্য করা নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। জানান, মুখ্যমন্ত্রীকে (Chief Minister) তাহলে রাজ্যপাল করে দেওয়া হোক। তারই জবাব দিলেন ব্রাত্য বসু।
এদিন ব্রাত্য বসু জানান, "মুখ্যমন্ত্রীর রাজ্যপাল হতে বয়ে গেছে। আমার তিনবারের জয়ী মুখ্যমন্ত্রী। রাজস্থানের এমএলএ হওয়া নয়। মাননীয় চান্সেলারের মাথায় রাখা উচিত, নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং মনোনীত রাজ্যপাল। নির্বাচিত ও মনোনীতের মধ্যে যে ফারাক আছে গণতন্ত্রে সেটা আরেকবার তাঁর নিজের স্মরণ করা উচিত।"
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল করে দিন’, সংঘাত বাড়ল ধনখড়ের মন্তব্যে
এদিন শিলিগুড়ি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, "আচার্য কেন? মুখ্যমন্ত্রীকে রাজ্যপালই করে দিন।" এই নিয়েই তোপ দাগেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।