শুক্রবারই আদালতের নির্দেশে এসএসসি গ্রুপ ডি-র ১৯১১ জনের চাকরি বাতিল করে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। শুক্রবার সাংবাদিক বৈঠকে চাকরি বাতিলের প্রসঙ্গে আগে থেকে লিখে আনা উত্তরই 'পাঠ' করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
শুক্রবার দুপুরেই এসএসসির গ্রুপ ডির ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কমিশন। দুপুরে টেটের ফলঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পালকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই শিক্ষামন্ত্রীকে এই চাকরি বাতিল নিয়ে প্রশ্ন করা হয়। ব্রাত্য একটি কাগজ খুলে নিয়ে পড়েন, "বিষয়টি সম্পূর্ণ তদন্তকারী সংস্থার দ্বারা তদন্তসাপেক্ষ ও মহামান্য আদালতের বিচারাধীন। এখানে ব্যক্তিগত আশা বা হতাশার কোনও প্রশ্নই ওঠে না। তাই এই সম্পর্কে আমার মন্তব্য করা সমীচীনও নয়।"
আরও পড়ুন: ১৯১১ জনের চাকরি বাতিল, শূন্যপদে কবে,কীভাবে হবে নিয়োগ ? জানিয়ে দিল SSC
সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু জানান, "তবে একটা কথা বলা যেতে পারে, এ বিষয় মহামান্য আদালত যে রায় দেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।"