রবিবার সকালে কলকাতায় বোমাতঙ্ক। হরিদেবপুরের রাস্তা থেকে বোমা উদ্ধার করল পুলিশ। জলের বালতিতে বোমা রেখে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। দি কয়েক আগেও হরিদেবপুর এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছিল। স্বাভাবিক ভাবেই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পুরসভার সাফাই কর্মীরা রাস্তা ঝাঁট দিতে এসে ব্যানার্জী পাড়ার বকুলতলায় ভ্যাটের মধ্যে বোমা পড়ে থাকতে দেখেন তাঁরা। হরিদেবপুর থানায় খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে। বস্তুটি আদৌ বোমা কিনা, খতিয়ে দেখবেন বম্ব স্কোয়াডের সদস্যরা।