হরিদেবপুরের (Haridevpur News) দৃষ্টিহীনদের একটি হোমে দুই নাবালিকাকে নির্যাতনের (Mosetation Allegation) অভিযোগ। বৃহস্পতিবার রাতে হোমের প্রিন্সিপাল ও সেক্রেটারিকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
হরিদেবপুরের ওই হোমে দৃষ্টিহীন নাবালিকাদের বাস। পাশাপাশি হোমে তাঁদের শিক্ষাদানও করা হয়। অভিযোগ, ওই হোমের বেশ কয়েকজন নাবালিকা নির্যাতনের শিকার হন। পুলিশের কাছে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ করে দুই নাবালিকা। FIR-এ প্রিন্সিপাল ও সেক্রেটারির নাম উল্লেখ করা হয়েছে। ২০১০ সাল থেকে এই নির্যাতন চলে বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: পর্যটন দফতর ছাড়তে চলেছেন বাবুল সুপ্রিয়, ফেসবুক পোস্টে কাকে বার্তা দিলেন
পুলিশ সূত্রে খবর, ধৃত সেক্রেটারির নাম জীবেশ দত্ত। প্রিন্সিপাল মহিলা। তাই তাঁর নাম প্রকাশ করা হয়নি। ঘটনায় তাঁদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আরও কয়েকজন জড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।