BJP Rally in Kolkata: পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে রাজপথে বিজেপির মিছিল, নেতৃত্বে সুকান্ত-রাহুল

Updated : Aug 04, 2022 16:14
|
Editorji News Desk

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অপরসারণের দাবিতে পথে নামল বিজেপি। বৃহস্পতিবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে রাজ্যের বিরোধী দল। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা। তবে এ দিনের মিছিলে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, মিছিল শুরুর আগেই যদিও সাংবাদিক সম্মেলন ডেকে পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, এই মিছিলের মূল দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি রাজ্য মন্ত্রীসভায় যাঁরা দুর্নীতিতে যুক্ত, তাঁদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়েরও অপসারণ দাবি করা হয়েছে। প্রথমে কলেজ স্ট্রিটে তাঁদের জনসভা রয়েছে। জনসভা শেষে মিছিল এগোবে ধর্মতলার দিকে। 

আরও পড়ুন- Arpita Mukherjee: ফ্ল্যাট তো নয়, যেন সোনার খনি, জানেন অর্পিতার ফ্ল্যাটে কী কী পেলেন তদন্তকারীরা?

অন্যদিকে, বুধবার ইডির তদন্তে পার্থ-অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ মেলে। অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২৭.৯ কোটি টাকা। পাশাপাশি মেলে ৪ কোটি ৩১ লক্ষ টাকার সোনাও। উদ্ধার হওয়া সোনার মধ্যে বেশির ভাগই সোনার বাট। ১ কেজি করে তিনটি সোনার বাট উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি সোনার আংটি। এছাড়াও অর্পিতার বাড়ি থেকে সোনার মোটা হার, রকমারি সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। ইডি আধিকারিকদের বাজেয়াপ্ত করা সোনার মধ্যে রয়েছে দু’টি সোনার ঘড়িও।  এই তালিকায় রয়েছে, ছ’টি মোটা মোটা সোনার কাঁকন (বালা) এবং কানের ঝোলা দুল। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ছোট কানের দুল, কাঁকন এবং একটি সোনার পেন। 

Rallybjp west BengalCollege streetPartha Chatterjee Arrest

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট