BJP Nabanna Abhiyan: বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, ভিডিয়ো দেখে গ্রেফতার ৮

Updated : Sep 22, 2022 10:41
|
Editorji News Desk

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার ৮ জন। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে হিংসার ঘটনার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তা দেখে শনাক্ত করে এই সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দীপ সরকার নামে একজন রয়েছেন। যাকে ভিডিয়োতে লাইটার হাতে পুলিশের পিসিআর ভ্যানের নীচে আগুন ধরাতে দেখা  গিয়েছে। বাকিদেরও এই ঘটনায় যুক্ত থাকার কারণেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনও ধৃতদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। 

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ধুন্ধুমার পরিস্থিতি সাঁতরাগাছিতে। প্রথমে বিজেপি কর্মীদের পুলিশের বাধা দেয়, এরপর শুরু হয় পুলিশ-বিজেপি কর্মীদের বচসা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি নেতা-কর্মীরা । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ । মিছিল রুখতে পুলিশের তরফে পাল্টা জলকামান ছোড়া হয় । কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি। 

পুলিশ পথ আটকাতেই ক্ষোভ মেটাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা পিসিআর ভ্যানের উপর হামলা চালায় তাঁরা। অভিযোগ, গাড়িটি ভাংচুর করা হয়। তার পর গাড়িটির উপর লাফালাফিও করা হয়। এরপর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের ওই ভ্যানটি। গাড়িতে রাখা পুলিশের টুপিও জ্বালিয়ে দেওয়া হয়। 

যদিও প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের আইটি শাখার সর্বভারতীয় প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য পাল্টা অভিযোগ করেছেরন, বিজেপির নবান্ন অভিযানের ভিড়ে মিশে ছিল তৃণমূল কর্মীরা। তাঁরাই পুলিশের দিকে পাথর ছুড়েছে। আর এই গোটা কাজটাই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। 

BJP Nabanna AbhijanKolkata PoliceBJP

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট