বিজেপির চোর কটাক্ষের অবশেষে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় গেরুয়া শিবিরকে পাল্টা বিঁধে তিনি জানিয়েছেন, তিনি নাকি ওদের কাছে চোর। খুব ভাল। মমতার সুরই এদিন শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করে অভিষেকের অভিযোগ, বিজেপি পকেটমার।
এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় আসতেই চোর চোর স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর সাসপেন খারিজের দাবিতে তারা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। তাঁদের গায়ে ছিল এক বিশেষ ধরণের টি-শার্ট। তাতে চোর বলে কটাক্ষ করা হয় মুখ্যমন্ত্রীকে।
তিন রাজ্যের বিজেপি জয়ের এদিন বিজয় মিছিলও বার করা হয় বিধানসভা থেকে। পরে রেড রোডে এসে ধরনায় বসেন বিজেপি নেতারা। শাসক দলের পাল্টা অভিযোগ, সবটাই নাটক।