রাজ্যের চার কেন্দ্রে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। সোমবার দিল্লি থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পদ্মশিবির জানিয়েছে, কলকাতার মানিকতলা কেন্দ্রে লড়াই করবেন কল্যাণ চৌবে। যিনি বর্তমানে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে মনোজকুমার বিশ্বাসকে। রায়গঞ্জে বিজেপির প্রার্থী মানসকুমার ঘোষ। এবং বাগদায় পদ্মের আস্থা বিনয়কুমার বিশ্বাস। আগামী ১০ জুলাই হবে বাংলায় চার কেন্দ্রে উপনির্বাচন। ফল ঘোষণা হবে ১৩ জুলাই।
সম্প্রতি কলকাতায় বৈঠকে বসে এই চার কেন্দ্রের জন্য ১২ জনের নাম প্রস্তাব করেছিলেন রাজ্য বিজেপির নেতারা। রাজনৈতিক মহলের দাবি, চার কেন্দ্রে উপনির্বাচনে যে প্রার্থীদের নাম ঘোষণা করা হল, তাতে আবার আদি বিজেপি নেতাদের উপরেই আস্থা ফেরার ইঙ্গিত মিলছে। জল্পনা চলছিল বাগদা কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রীকে প্রার্থী করা নিয়ে। সেই জল্পনায় আপাতত জল ঢালা হল।
রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর বিজেপি নেতারা বুঝতে পেরেছেন প্রতিটি কেন্দ্রে সেই ব্যক্তিকেই প্রার্থী করা উচিত, যিনি ওই কেন্দ্র সম্পর্কে ওয়াকিবহাল। তাই রাজ্যের দুটি মতুয়া গড়ে বড় মুখের দিকে না দৌড়ে স্থানীয় বিজেপি নেতাদের উপরেই আস্থা দেখিয়েছে পদ্মশিবির। রায়গঞ্জেও প্রার্থী করা হয়েছে সঙ্ঘ ঘনিষ্ঠ নেতাকেই।